সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর খোশরোজ উপলক্ষে সমন্বয় সভা

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

হযরত গাউছুল আজম শাহছুফী সৈয়দ গোলামুর রহমান আলহাসানী আলমাইজভাণ্ডারী (.)-এর ১৬৩তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ির গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারী পরিষদের সাধারণ সম্পাদক ও বিএসপি’র চেয়ারম্যান শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

সভায় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম, কাজী মহসিন চৌধুরী, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী, সৈয়দ নজরুল হুদা আল হাসানী মাইজভাণ্ডারী, ডা. মিসকাতুন নূর, শাহসুফী সৈয়দ ফাহিম মাইজভাণ্ডারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন প্রমুখ।

সভায় পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছেআইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি মঞ্জিলের স্বেচ্ছাসেবক মোতায়েন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও সার্জেন্ট নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং সড়ক লাইটিংয়ের ব্যবস্থা।

পূর্ববর্তী নিবন্ধটেকসই পর্যটন বিকাশে সরকারি বেসরকারি সমন্বয় জরুরি
পরবর্তী নিবন্ধচান্দগাঁও সাধুরপাড়া মণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার