আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটির (রা🙂 ৬৪তম ওফাত দিবস উপলক্ষে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে গতকাল নানা কর্মসূচি পালিত হয়। সালানা ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারীর (র.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলম। তিনি বলেন, শাহানশাহ্ সিরিকোট আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি পেশোয়ারী (র.) এমন এক বাতিঘর ছিলেন যে, যার রশ্মিতে আলোকিত হয়েছে সুদূর আফ্রিকা, বার্মা, বাংলা, পাক–ভারতসহ এশিয়ার বিশাল এক ভূখন্ড। তার প্রতিষ্ঠিত আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এদেশের সুন্নিদের আশা–ভরসার জায়গা হিসেবে দেখা হয়। তিনি ইসলামের সমুজ্জ্বল বাতিঘর। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল মান্নান। এতে আরো উপস্থিত ছিলেন মোস্তফা–হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, তাহের মনজুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম সহ আলেম ওলামা ও হাফেজবৃন্দ। মিলাদ ও মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।