সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর জন্মবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

হযরত মওলানা শাহ ছুফি সৈয়দ আহমদ উল্লাহর দ্বি-শত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মওলানা শাহ ছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।
বিশেষ অতিথি ছিলেন শাহ ছুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ধর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পানি ও সেচ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আতিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শেখ সাদী, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক কাজী মুহাম্মদ সাইফুল আছফিয়া, অধ্যাপক কবি আদিল উদ্দীন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এম এম তৌহিদুল আলম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি নুরুল আলম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধগারাংগিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল