সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর জীবনাদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে হবে

ওরশ শরীফের প্রস্তুতি সভায় বক্তারা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

গাউসুল আজম মাইজভাণ্ডারীর পৌত্র অছিগাউসুল আজম মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত মোন্তাজেম শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর আওলাদ ও মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির সভাপতি শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (মা). বলেছেন, মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী জীবনাদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে তরিকতে দীক্ষিত সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তিনি গতকাল রাতে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) ১১৭তম ওরশ শরীফের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন আওলাদ ও মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির সহসভাপতি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (মা.)। সংগঠনের কেন্দ্রীয় সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসানের সঞ্চালনায় সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্‌বায়ক কাজী মুহাম্মদ জানে আলম বাবুল ও সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল। বক্তব্য রাখেন, মুহাম্মদ মুফিজুল আলম, কফিল উদ্দিন, লালন ওসমান, মুহাম্মদ মহসিন, নুরুল কবির মাসুদ, মোস্তাফা কায়সার মাহমুদ সুজন, ইউপি সদস্য তৌহিদুল আলম, আহমদ গনী চৌধুরী, আজগর হোসেন খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল হামিদ, জাফর আহমদ, আকতারুল ইসলাম, জানে আলম কোম্পানি, মোবারক হোসেন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গনী।

পূর্ববর্তী নিবন্ধরংপুর সিটিতে ভোট আজ
পরবর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন