মাইজভাণ্ডার দরবারের প্রতিষ্ঠাতা, গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর দ্বিশত জন্মবার্ষিকী ও ১২০তম ওরস উপলক্ষে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে কর্মসূচি উদ্বোধন করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান রবের রহমত প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন মাইজভাণ্ডারীসহ বিপুল সংখ্যক ভক্ত ও আশেকান।
এবারের ওরস শরীফ উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি মূল ওরস শরীফ অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ ধাপে হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) মাজার শরীফে গিলাফ চড়ানো হবে। শেষে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর ছদারতে আখেরী মোনাজাতের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। ওরস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ৩য় জাতীয় গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতা।
একই দিনে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-এর আন্তর্জাতিক শাখাসমূহের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ মাইজভাণ্ডারী সুফি খালওয়াত মাহফিল। নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর উপস্থিতিতে জিকির–আজকার, মোরাকাবা এবং তরিকতের শিক্ষাভিত্তিক আলোচনার মাধ্যমে মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











