সৈয়দা জাহানারা বেগম

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী আহলা দরবার শরীফের আছাদিয়া শাহ মজহারিয়া হেফজখানা, এতিমখানা ও দরবারের সাজ্জাদানশীন মৌলানা শাহসুফি মোহাম্মদ কামরুল ইসলাম (র.) প্রকাশ নাছের মিঞার স্ত্রী সৈয়দা মোছাম্মৎ জাহানারা বেগম (৭৮) গত ১ নভেম্বর দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। গতকাল বাদে জোহর তার নামাজে জানাজা আহলা দরবার শরীফের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। তাকে আহলা দরবারের কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিমির বড়ুয়া
পরবর্তী নিবন্ধমনোরঞ্জন সরকার