সৈয়দবাড়ি দরবার শরিফের পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) ৩০ তম বার্ষিক ওরশ উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, খতনা, কর্ণছেদন, ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। তিনি বলেন, গরিব দুস্থ অসহায় মানুষের সেবা করার মাধ্যমে মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হয়। চিকিৎসা সেবাকে গরিব মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা, চেয়ারম্যান মুহাম্মদ জিয়া উদ্দিন জিয়া, ডা. শফিউল আলম, মাওলানা নাছির উদ্দিন, মুহাম্মদ শহিদ, মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ শাহজালাল প্রমুখ। আজ সোমবার ওরশ মাহফিলের সমাপনী দিনে দেশ জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।











