সৈয়দবাড়িতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া। গতকাল শনিবার উপজেলার সৈয়দবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহার প্রাঙ্গনে বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ি শাখার আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করা হয়। তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী রিটন বড়ুয়া। সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আহবায়ক সুজিত তালুকদার। বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন আহমেদ কাজল, কাউন্সিলর কফিল উদ্দিন সিকদার, অভিজিত তালুকদার পাভেল, পিয়াল বড়ুয়া, সৌরভ তালুকদার ডিম্পল, সৈকত তালুকদার, একান্ত বড়ুয়া প্রমুখ।

দুইদিনব্যাপি প্রতিযোগিতায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রায় ১৫০০ প্রতিযোগী অংশ গ্রহন করেন। শুক্রবার প্রতিযোগিতার প্রথমদিনে উদ্বোধক ছিলেন ওস্তাদ মিহির লালা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান সতু বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধনূর আনোয়ার হোসেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নতুন জিএম
পরবর্তী নিবন্ধউত্তর মাদার্শায় চার গ্রামীণ সড়কের উদ্বোধন