বোয়ালখালী উপজেলার সৈয়দপুর হাসান–শাহীনূর একাডেমির বার্ষিক ক্রীড়া–প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে জাতীয় সংগীতের মাধ্যমে ও মিস আঞ্জুমান আরা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন,আয়ুব খান,মুজিবুল হক,নুরুল মোস্তফা প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।












