সীতাকুণ্ডের সৈয়দপুরে শান্তি সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ক্লাবের ১৫ বছর পূর্তি উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল– ক্লাবের সদস্যদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
সৈয়দপুর ৯নং ইউনিয়ন মাঠে শান্তি সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইম.এম তাজুল ইসলাম।
উদ্বোধক ছিলেন চসিক’র সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক এইচ.এম সোহেল। বিশেষ অতিথি ছিলেন সি.সি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর কল্লোল দাশ, স্থানীয় ইউপি সদস্য সজল কুমার শীল, সাইফুল ইসলাম নিজামী, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন ভুঁইয়া, মো. সেকান্দর বাদশা, আকতার উজ জামান বুলবুল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্লাবের কর্মকর্তা মিটু কুমার শীল।












