সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.) সুন্নী মুসলমানদের চেতনার আলোকবর্তিকা

আনজুমান ট্রাস্টের সালানা ওরসে বক্তারা

| মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) ৬৫তম সালানা ওরস আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে গতকাল সোমবার চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা জুলুুস ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিএইচপি ফ্যামিলি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সালানা ওরস মাহফিলে বক্তারা বলেন আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.) সুন্নী মুসলমানদের ঈমানী চেতনার আলোকবর্তিকা। তিনি একাধারে যুগশ্রেষ্ঠ আলিমই দ্বীন, সুদক্ষ হাফিযে কুরআন, প্রিয় নবীর পদাঙ্ক অনুসারী, কাদেরিয়া তরিকার মহান শায়খ বহু গুণে গুণান্বিত। তিনি জাহেরি ইলমে পূর্ণতা লাভের পর পরিণত বয়সে মা’আরিফে লাদুন্নিয়াহ্‌ ও উলূমই ইলাহিয়াহ্‌র ধারক হযরত খাজা আবদুর রহমান চৌহরভী রহমতুল্লাহি আলায়হি’র পবিত্র হাতে বায়াত গ্রহণ করে তরিকতের জ্ঞান অর্জনের পূর্ণতা লাভ করেন। মহান আধ্যাত্মিক সাধক সুন্নীয়তের প্রাণ প্রতিষ্ঠা পুরুষ কুতুবুল আউলিয়া হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.) এ দেশে শুভাগমন না হলে কিংবা সুন্নিয়তের প্রাণ কেন্দ্র জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার মতো ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হলে এ দেশের মানুষ নবীওলী প্রেমিক না হয়ে গোমরাহীর বেড়াজালে আবদ্ধ হয়ে ঈমানহারা হতেন।

এতে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনা), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল আলিম রেজভী, উপাধ্যক্ষ ড. মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, মুহাদ্দিস হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, সোবহানিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভীসহ আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন মাদ্‌রাসা সমূহের ওলামায়ে কেরামগণ।

এতে উপস্থিত ছিলেনমুহাম্মদ সামশুদ্দিন, মুহাম্মদ সিরাজুল হক, এস.এম. গিয়াস উদ্দিন শাকের, মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মোহাম্মদ নুরুল আমিন, লোকমান হাকিম মোঃ ইব্রাহীম, মুহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ আলী, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ আবদুল হাই মাসুম, নুর মুহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ কমরুদ্দীন সবুর, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, মুহাম্মদ মাহাবুব ছফা, আশেক রসুল খাঁন বাবু, মোহাম্মদ হোসেন খোকন প্রমুখ।

সালানা ওরস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলখত্‌মে কোরআন মাজীদ, খত্‌মে বোখারী শরীফ, খত্‌মে মজমু’য়ায়ে সালাওয়াতে রাসূল সাল্ল্লাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্ল্লাম, খত্‌মে গাউসিয়া শরীফ, খত্‌মে গেয়ারভী শরীফ। বা’দ আছর হতে এশা পর্যন্ত তকরির, জীবনী আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বা’দ এশা তাবারুক বিতরণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার আরবি প্রভাষক হাফেয মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান এবং নাতে রাসূল পরিবেশন করেন জামেয়ার মুদাররিস মাওলানা মুহাম্মদ নঈমুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাহারছড়ায় পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধখাস কালেকশন নিয়ে অনিয়মের অভিযোগ