আনোয়ারা সদরস্থ আনজুমান –এ– রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজ ও এতিমখানার সালানা জলসা গত ৬ ফেব্রুয়ারি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. রেজাউল হকের সভাপতিত্বে ও মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী ও মাওলানা আহমদ নূর আল কাদেরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান –এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, গাউছিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম– মহাসচিব মোহাম্মদ মাহবুব খাঁন, মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, মাস্টার মোহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ আবুল কালাম আজাদ,মাস্টর আবুুল হোসেন। উপস্থিত ছিলেন অধ্যাপক ফেরদৌসুল আলম খান , আশেকুর রহমান আল কাদেরী, মুজিবুর রহমান, মোহাম্মদ আবুল কাশেম আনোয়ারী, হাফেজ শফিউল আলম আল কাদরী, অধ্যক্ষ মুরশেদুল হক আনোয়ারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আবু সৈয়দ, হাফেজ মো. আব্দুর রহিম প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন মোহাম্মদ ফজলুল করিম আনোয়ারী, এস এম আবু তালেব, মো. শহিদুল ইসলাম, মনির আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।