সৈয়দ শহীদুল সরোয়ার মাইজভাণ্ডারী (রহ:) এর রওজা শরীফের নির্মাণকাজ উদ্বোধন

| বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (.) এর বড় ছেলে মাওলানা সৈয়দ শহীদুল সরোয়ার মাইজভান্ডারী (রহ.) এর চাহারাম শরীফ উপলক্ষে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে রওজা শরীফ নির্মাণকাজ গতকাল বুধবার মাইজভাণ্ডার দরবারের বাগানবাড়িতে উদ্বোধন করেন।

নির্মাণকাজ উপলক্ষে সমাবেশে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমার মন প্রাণ সবসময় মাইজভাণ্ডার দরবারকে ঘিরে। আমার পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারীও দরবারে মুসাবিয়ার মুরিদ ছিলেন। আমরা অলি আউলিয়াদের মাধ্যমে পবিত্র ইসলামের দীক্ষা পেয়েছি। তাদের মাধ্যমেই ইসলামের প্রচার ও প্রসার ঘটেছে। অলি আউলিয়াদের খেদমত করার সুযোগ পাওয়াও সৌভাগ্যের বিষয়। রওজা শরীফের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৈয়দ শহীদুল সরোয়ার মাইজভাণ্ডারীর সন্তান সৈয়দ সাইফুর রহমান আহাদ। আলোচনা করেন, শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন, শাহজাদা সৈয়দ নাজিম উদ্দিন, সৈয়দ রাশেদুল আনোয়ার, সৈয়দ জামান জাহাঙ্গীর, খোরশেদ আলম চৌধুরী, আব্দুল্লাহ আহসান, সৈয়দ নজরুল হুদা মাইজভাণ্ডারী, আবুল ফছিহ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ সাইফুর রহমান আহাদ ও শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের সাহিত্য সভা