হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)-এর বার্ষিক খোশরোজ শরীফ, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ও তাঁর জ্যেষ্ঠ কন্যা সৈয়দা জেবুন্নাহার বেগমের চাহরাম শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ–কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। তিনি দেশ–জাতি–উম্মাহর কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সকলে যাতে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে–সম্মানের সাথে উদযাপন করতে পারে তার জন্য পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ পেশ করেন।