সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) উরশ সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত মাওলানা শাহ্‌সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ৩৬তম উরশ নানা কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার মাইজভাণ্ডার শরীফ ‘দরবারই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলে বাদ ফজর রওজা গোসল ও গিলাফ চড়ানোর পর মিলাদমুনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

উরশের আগের রাতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর রওজার সম্মুখে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সাংস্কৃতিক সংগঠন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সামা মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ‘শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট’এর গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উপদেশমূলক দিকনির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ গেইট পর্যন্ত বিটিআরটিসি’র দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়। আশেকভক্তজায়েরীনের সরব উপস্থিতি শান্তিপূর্ণ করতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দল ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের চিকিৎসাসেবা দল দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ আবাসভূমি : সুফিয়ান
পরবর্তী নিবন্ধশ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের কর্মী সভা