সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর ১৬২তম খোশরোজ শরীফ সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

শাহ সূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আলহাসানী ওয়ালহোছাইনী আলমাইজভাণ্ডারী (.) ৩দিন ব্যাপী ১৬২ তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ওরশের শেষ দিনে প্রধান দিবস খোশরোজ শরীফ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে শরীফে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিল, গাউছিয়া হক মঞ্জিলসহ বিভিন্ন মঞ্জিল ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। তম্মধ্যে ছিল বাদে ফজর রওজা শরীফে গিলাফ চড়ানো, পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আজগার, ভক্তদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, যৌতুক ও মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, বিকেলে বাবা ভাণ্ডারীর জীবন ও দর্শনের ওপর আলোচনা, মিলাদকিয়াম, ছেমা মাহফিল, তবারুক বিতরণ এবং আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী খোশরোজ শরীফের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এতে, গাউছিয়া রাহমান মঞ্জিলের পক্ষে প্রধান আখেরি মোনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডারের সাজ্জাদানশীন হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী (মজিআ)। তিনি দেশ ও বিশ্ববাসীর জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে সুখসমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভাণ্ডারীসহ বাবা ভাণ্ডারীর আওলাদ ও আশেকান ভক্তরা। এছাড়াও ওরশ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের পক্ষে শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী, গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের পক্ষে বিএসপির চেয়ারম্যান শাহ্‌সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ও গাউছিয়া হক মঞ্জিলের পক্ষে শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মোনাজাত পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী ও সন্তানের নামেও বিপুল সম্পদ গড়েছেন লেদু
পরবর্তী নিবন্ধসাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আটক