গীতিকার সৈয়দ আমিনুল হক ধর্মপুরী রচিত ‘সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া হক মনজিলে বইটির মোড়ক উন্মোচন করেন দরবারে গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। এসময় উপস্থিত ছিলেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর রওজা শরীফের খাদেম মো. হাবিবুল্লাহ, সৈয়দ আমিনুল হক ধর্মপুরীর সহধর্মিনী সৈয়দা নুর জাহান বেগম, শাহজাদী সৈয়দা ফাতেমা বেগম খুশী, শাহজাদী সৈয়দা আকলিমা আকতার পুতুল, শাহজাদী সৈয়দা রাজিয়া সুলতানা, শিক্ষিকা জেসমিন সুলতানা, আল সিরাজ ভাণ্ডারী, মো. আহসান উল্লাহ, মো. জোবায়েত হোসেন, মোহামাদ মুছা। প্রেস বিজ্ঞপ্তি।












