সৈয়দ আবু জাবের সিদ্দিকী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ির আজিমনগর একতা সংঘ আয়োজিত শাহসুফি সৈয়দ আবু জাবের সিদ্দিকী আল মাইজভান্ডারী স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন এস এম সাইমন মাহমুদ সিদ্দিকী। টাইব্রেকারে ফাহিম একাদশকে হারিয়ে চ্যাস্পিয়ন হয়েছে হাটহাজারী বসুন্ধরা কিংস। শাহজাদা সৈয়দ মুনিরুল ইসলাম ডালিম মাইজভান্ডারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। শাহারিয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, তৌহিদুল আলম, মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী, মোহাম্মদ সাইফু উদ্দিন, সৈয়দ রেজাউল হাসান, অ্যাড. সৈয়দ আনোয়ার উল্লাহ, সৈয়দ শরীফ উদ্দিন সিদ্দিকী মাইজভান্ডারী, সৈয়দ আইয়ুব আলী রোশন, আবুল মনছুর, মহিউদ্দিন মেসি, এম এ মাহফুজ, সৈয়দ মিল্লাত জেকি, আবুল কালাম, খোরশেদুল আলম ও এমরান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড্ডির সেঞ্চুরিতে আশা দেখছে ভারত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শহীদ শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু