সৈয়দা সেলিমা আক্তারের রচনার ভুবন আলোকোজ্জ্বল

‘নির্বাচিত ছড়া’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে কবি ও ছড়াকার সৈয়দা সেলিমা আক্তারের ‘নির্বাচিত ছড়া’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, সৈয়দা সেলিমা আক্তার ছোটোদেরও প্রিয় লেখক। সহৃদয় স্নেহ আদর আর ভালোবাসায় তৈরি করেছেন ছোটোদের নিজস্ব জগৎ, গড়ে তুলেছেন তাদের বিশ্বস্ত ঠিকানা। শিশুকিশোর মনস্তত্ত্ব তার দখলে। তার রচনার ভুবন যেমন আলোকোজ্জ্বল ও আকর্ষণীয়; তেমনি মজাদার। তার রচিত শিশুকিশোর উপযোগী গ্রন্থগুলো শিশুকিশোর মনকে রঙিন, বর্ণিল ও উজ্জ্বলতর করতে সক্ষম। ছোটোদের জন্য রচিত ছড়াগুলোতে যেমন রয়েছে নির্মল আনন্দের উপাদান, তেমনি রয়েছে ছোটোদের সরল কোমল সুকুমার বৃত্তিগুলো বিকাশের যাবতীয় অনুষঙ্গ। তিনি তার ছড়ার এগিয়ে যাওয়ার সাথে সাথে শিশুকিশোরদেরও এগিয়ে নেন সামনের দিকে। ছড়াগুলো যেমন বৈচিত্র্যময়, তেমনি চিত্তাকর্ষক।

গত ২১ ডিসেম্বর নগরীর কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে শিক্ষাবিদ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ও সাংবাদিকসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, কবিনাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, প্রাবন্ধিক নেছার আহমদ, গল্পকার জিন্নাহ চৌধুরী, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, লেখক জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, কবি শারুদ নিজাম, এস এম মোখলেসুর রহমান, শিল্পী ইকবাল হায়দার, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি মর্জিনা আখতার, কাসেম আলী রানা, কথাসাহিত্যিক নাসের রহমান, কবি মাহবুবা চৌধুরী প্রমুখ। আবৃত্তি করেন বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দী, সিমলা চৌধুরী, তারিফা হায়দার, প্রতিমা দাশ, শর্মি বড়ুয়া, যারীন সুবাহ্‌, যেবা সামিহা। উৎসবে একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য সৈয়দা সেলিমা আক্তারকে সুহৃদ সম্মাননা প্রদান করা হয়।

বার্ষিক সাধারণ সভা : চট্টগ্রাম একাডেমির বার্ষিক সাধারণ সভা আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৫.৫৯টায় ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের সদস্যদের উপস্থিত থাকার জন্য মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৭ ডিসেম্বর থেকে শুরু
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ