সৈয়দপুর হাসান শাহীনুর একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শনি ও রবিবার দুই দিনব্যপী একাডেমির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১ম পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাথে অংশগ্রহণ করে। ২য় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদ। তিনি তার বক্তব্যে সুস্থ জীবন, নৈতিক চরিত্র গঠন এবং নেতৃত্বের বিকাশে খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরিশেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










