সৈন্যদের মোবাইল ব্যবহারকে দুষল রাশিয়া

ক্ষেপণাস্ত্র হামলা

| বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নববর্ষের প্রথম প্রহরে দোনেৎস্কের মাকিভকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ রুশ সেনার মৃত্যুর পেছনে ওই সেনাদলের সদস্যদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করছে মস্কো। মাকিভকায় যে কলেজে রুশ সেনারা জড়ো হয়েছিল, নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানকার সেনারা মোবাইল ফোন ব্যবহার করায় ইউক্রেন তাদের অবস্থান জানতে পেরে সেখানে সুনির্দিষ্ট আঘাত হানতে পেরেছে, বলেছে রাশিয়ার সামরিক বাহিনী। খবর বিডিনিউজের।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সেদিনের হামলায় আদতেই কতজন নিহত হয়েছে তা নিশ্চিত না হওয়া গেলেও রাশিয়া এর আগ পর্যন্ত যুদ্ধের কোনো ঘটনায় একসঙ্গে এত সেনার মৃত্যুর কথা স্বীকার করেনি।

ইউক্রেনের ভাষ্য অনুযায়ী, সেদিনের হামলায় রাশিয়ার ৪০০ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩০০ জন। মস্কো এখন বলছে, রাত ১২টা ১ মিনিটে ইউক্রেন যুক্তরাষ্ট্রে বানানো হিমারস রকেট সিস্টেম দিয়ে মাকিভকার ওই ভোকেশনাল কলেজ লক্ষ্য করে যে ৬টি রকেট ছোড়ে, তার দুটি গুলি করে ভূপাতিত করা হয়েছিল। সেখানে নিহতদের মধ্যে লেফটেনেন্ট কর্নেল বাসুরিনও আছে বলে গতকাল টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

কী ঘটেছিল তা তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে; তবে হামলার শিকার হওয়ার মূল কারণ যে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিপুল সংখ্যক মোবাইল ফোনের উপস্থিতি এবং সেগুলোর ব্যবহার তা এর মধ্যেই ‘নিশ্চিত হওয়া গেছে’ বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোলরক্ষক আফ্রো মারমার মৃত্যু
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাবিদ্বেষ ছড়ানো সেই বৌদ্ধ ভিক্ষু পেলেন রাষ্ট্রীয় পুরস্কার