ছুটির দিন। সন্তানসম্ভবা স্ত্রী–সন্তানকে নিয়ে জিল্লুর রহমান যাচ্ছিলেন পতেঙ্গা সমুদ্র সৈকতে, একান্তে কিছুটা সময় কাটাবেন ভেবে। কে জানতো সে যাত্রাই হবে তাদের অগস্ত্য যাত্রা! স্ত্রী ও সন্তানের মৃত্যু ঘটনাস্থলেই, সাথে অনাগত সন্তানেরও।
গত শুক্রবার নগরীর হালিশহরের টোল রোডে ট্রাক–মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান জিল্লুরের স্ত্রী সুমাইয়া নাসরিন ও তার শিশু কন্যা আইরা। জিল্লুর রহমান নিজেও গুরুতর আহত হয়ে হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে। তিনি স্ত্রী সন্তান নিয়ে নগরীর হিলভিউ এলাকায় বসবাস করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ বলেন, পরিবার নিয়ে হালিশহরের টোল রোড হয়ে পতেঙ্গার দিকে যাচ্ছিলেন জিল্লুর রহমান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, অন্ত্বঃসত্তা মা এবং তাদের দুই বছরের মেয়ে আইরা ঘটনাস্থলে মারা যায়। ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে মা–মেয়ের মরদেহ উদ্ধার করি। গুরুতর আহত অবস্থায় জিল্লুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জিল্লুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।
এদিকে গতকাল শনিবার রাতে সাড়ে ১১টার দিকে নগরীর কদমতলী ফ্লাইওভারের নিচে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জসিম নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. জাবেদ নামের অপর আরোহী। তাকে আশক্সক্ষাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত দুজনই নগরীর কাট্টলী ইনার কাজীর বাড়ির বাসিন্দা।
চমেক হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য নুর উল্লাহ আশেক আজাদীকে বলেন, মো. আব্দুল কাদের নামের এক ব্যক্তি দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, তাদের নিয়ে আসা ব্যক্তির তথ্য অনুযায়ী, কদমতলী ফ্লাইওভারেরর নিচে একটি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে দুই আরোহী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত মো. জসিমের আত্মীয় মো. সেলিম আজাদীকে বলেন, খবর পেয়েছি জসিম মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। বিস্তারিত এখনো জানি না। মোটারসাইকেল নিয়ে তারা কোথায় যাচ্ছিল তাও জানেন না বলে জানান তিনি।