সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আসিফ আহেমদ (২২)। গতকাল বুধবার সকাল ৮টার দিকে জেলার নাজিরারটেক সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আসিফ বগুড়া জেলার নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি চবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন।

আসিফের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার সকালে কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। পরে সকালে সাড়ে ৯টার দিকে এ কে এম সাদমান রহমান নামে এক শিক্ষার্থীর লাশ ভেসে আসে। একদিন পর আসিফের মরদেহ ভেসে এলেও এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান (২২) নামে আরও এক শিক্ষার্থী। তিনি বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অরিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন।

বেসরকারি সিসেফ লাইফ গার্ড প্রতিষ্ঠানের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, বুধবার সকাল ৮টার দিকে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরারটেক উপকূলের সৈকতে ২০২৫ বছর বয়সী এক তরুণের লাশ ভেসে আসে। তার পরনে সাদা টিশার্ট ও হলুদ হাফ প্যান্ট রয়েছে। উদ্ধার হওয়া লাশের ছবি দেখে সেটি আসিফের বলে শনাক্ত করেন তার সহপাঠী মাহমুদুল হাসান। তিনি বলেন, ছবি দেখে আমি নিশ্চিত হয়েছি লাশটি আসিফের। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি।

নিখোঁজ আরেক শিক্ষার্থী অরিত্রকে উদ্ধারের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, সাগর এত উত্তাল যে সেখানে ডুবুরি নামাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। স্রোতের টানও অনেক বেশি। তবু নিখোঁজ আরেক শিক্ষার্থীকে উদ্ধারে তৎপরতা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
পরবর্তী নিবন্ধজোয়ার ও টানা বৃষ্টিতে নগরীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতা