ফেসবুকে দেয়া পোস্টকে কেন্দ্র করে কবি ও শিক্ষক সেলিনা আক্তার শেলীকে হয়রানির প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে সেলিনা শেলীকে অবিলম্বে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনর্বহাল এবং তাকে হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।
নগরীর চেরাগি চত্বরে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বক্তব্য দেন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাকবিশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, সিপিবি জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা, অধ্যাপক হোসাইন কবির, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি রাশেদ রউফ, অধ্যাপক শীলা দাশগুপ্ত, সাহিত্যিক আলম খোরশেদ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি অভীক ওসমান, সাংবাদিক মহসীন কাজী, কবি আশীষ সেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, অসীম বিকাশ দাশ, বোধনের প্রণব চৌধুরী, অধ্যাপক ওমর ফারুক রাসেল, শিল্পী শ্রেয়সী রায় ও লাকী দে, সাংবাদিক সুমি খান, প্রমার কংকন দাশ, আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, সেলিম রেজা সাগর।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে বোধন, প্রমা, অদিতি সঙ্গীত নিকেতন, ছাত্র ইউনিয়ন, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নরেন আবৃত্তি একাডেমি, খেলাঘর, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠীসহ আরও বিভিন্ন সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।