গত ১৪ জুলাই ছোট পর্দার সবচেয়ে সম্মানজনক পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। আর গত ১৯ সেপ্টেম্বর রাতে বসে এমি অ্যাওয়ার্ডসের ৭৩তম আসর। গত বছর ভার্চুয়ালি জাঁকজমকহীন আমেজে এমি হলেও এবার লস অ্যাঞ্জেলসে সশরীরেই উপস্থিত ছিলেন তারকারা। বিধি-নিষেধ মেনে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিথিদের টিকার প্রমাণপত্রও দেখাতে হয়েছিল। সর্বোচ্চ ২৪টি বিভাগে মনোনয়ন পেয়ে এগিয়ে ছিল ব্রিটিশ রাজপরিবারের কাহিনি নিয়ে নেটফ্লিঙের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ডিজনি প্লাসের ওয়েব সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’। তবে শেষ হাসি হেসেছে ‘দ্য ক্রাউন’। মোট ১১টি পুরস্কার বাগিয়েছে সিরিজটি। এক বছরে ৪৪টি পুরস্কার বগলদাবা করে স্ট্রিমিং সাইট হিসেবে এখন রেকর্ডের মালিক নেটফ্লিঙ। বিজয়ীদের তালিকা : ড্রামা সিরিজ- দ্য ক্রাউন, কমেডি সিরিজ- টেড লাসো, মিনি সিরিজ- দ্য কুইন্স গ্যাম্বিট, অভিনেতা (কমেডি)- জেসন সুদেকিস, টেড লাসো, অভিনেত্রী (কমেডি)- জিন স্মার্ট, হ্যাকস, অভিনেত্রী (ড্রামা)- অলিভিয়া কলম্যান, দ্য ক্রাউন, অভিনেতা (ড্রামা)- জোশ ও’কনর, দ্য ক্রাউন, পার্শ্ব অভিনেত্রী (ড্রামা)- গিলিয়ান অ্যান্ডারসন, দ্য ক্রাউন, পার্শ্ব অভিনেতা (ড্রামা)- টোবিয়াস মেনজিস, দ্য ক্রাউন, পার্শ্ব অভিনেতা (কমেডি)- ব্রেট গোল্ডস্টেইন, টেড লাসো, পার্শ্ব অভিনেতা (কমেডি)- হান্না ওয়েডিংহাম, টেড লাসো, অভিনেত্রী (মিনি সিরিজ)- কেট উইন্সলেট, মেয়ার অফ ইস্টটাউন, অভিনেতা (মিনি সিরিজ)- ইভান ম্যাকগ্রেগর, হ্যালস্টন, পার্শ্ব অভিনেত্রী (মিনি সিরিজ)- জুলিয়ান নিকলসন, মেয়ার অফ ইস্টটাউন, পার্শ্ব অভিনেতা (মিনি সিরিজ)- ইভান পিটার্স, মেয়ার অফ ইস্টটাউন, পরিচালক (কমেডি)- লুসিয়া অ্যানিয়েলো, হ্যাকস, পরিচালক (ড্রামা)- জেসিকা হবস, দ্য ক্রাউন, পরিচালক (মিনি সিরিজ)- স্কট ফ্র্যাঙ্ক, দ্য কুইন্স গ্যাম্বিট।