আইসিসি ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে গতকাল। আর সে র্যাংকিংয়ে ব্যাটসম্যান হিসেবে সবার উপরে যথারীতি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বোলিংয়ে শীর্ষে ট্রেন্ট বোল্ট। আর সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। তবে ওয়ানডেতে ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে দিয়ে উন্নতি হয়েছে ইমাম-উল-হকের। ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন পাকিস্তান ওপেনার। জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা দুই নম্বর স্থানে। ওয়েস্ট ইন্ডিজকে সদ্য হোয়াইটওয়াশ করা তিন ম্যাচের সিরিজের সবকটিতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন ইমাম। সিরিজ সেরার পুরস্কার ওঠে তার হাতে। এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন ইমাম। প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই স্থান নিজেদের করে নিল পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় অধিনায়ক বাবর আজম। দুইয়ে ওঠা ইমামের রেটিং পয়েন্ট ৮১৫। তিনে নেমে যাওয়ার কোহলির রেটিং পয়েন্ট ৮১১। পরের দুই স্থানে রোহিত শর্মা (৭৯১) ও কুইন্টন ডি কক (৭৮৯)। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা শেই হোপ দুই ধাপ এগিয়ে এখন ১১তম স্থানে। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ এখন ৯ নম্বরে।
বোলিংয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ওয়ানডে খেলে তিন উইকেট নেওয়া শাহিন শাহ আফ্রিদি বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে আছেন চতুর্থ স্থানে। জশ হেইজলেউড এখন দুই নম্বরে। দুইজনেরই এটা ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। এই তালিকায় শীর্ষে ট্রেন্ট বোল্ট। আফগানিস্তানের মুজিব উর রহমান, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের শাদাব খানেরও উন্নতি হয়েছে বোলারদের র্যাঙ্কিংয়ে। ওয়ানডেতে সেরা অলরাউন্ডার আগের মতোই সাকিব আল হাসান। টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে বাবর। দুইয়ে জায়গা করে নিয়েছেন তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পরের দুই স্থানে যথাক্রমে এইডেন মারক্রাম ও দাভিদ মালান। ফিঞ্চ এক ধাপ এগিয়ে আছেন পাঁচে। বড় লাফ দিয়েছেন ইশান কিষান। ভারতীয় এই ব্যাটসম্যান ৬৮ ধাপ এগিয়ে ঢুকে গেছেন সেরা দশে। এখন তার অবস্থান সপ্তম। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে মোহাম্মদ নবি।