সেরা পারফরম্যান্সে ১১তম মাহফুজুর

কমনওয়েলথ গেমস

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পুরুষদের হাই জাম্পে ভালো দিন গেছে গতকাল বাংলাদেশের। যদিও পদকের কাছাকাছি যেতে পারেননি তবে নিজের মৌসুম সেরা পারফরম্যান্স করেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। গতকাল বৃহস্পতিবার তিনি সফলভাবে অতিক্রম করেছেন ২.১০ মিটার উচ্চতা। ১৩ জনের মধ্যে মাহফুজ হয়েছেন ১১তম। ২.২৫ মিটার উচ্চতা লাফিয়ে অতিক্রম করে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের হামিশ কের। অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ও গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের সোনাজয়ী ব্রেন্ডন স্টার্ক বার্মিংহামে জিতেছেন রূপা। মাহফুজুর রহমান এ বছর জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিঙ চ্যাম্পিয়নশিপে ২.০৫ মিটার লাফিয়েছিলেন। মাহফুজুর অবশ্য ব্যক্তিগত সেরা পারফরম্যান্স ছাপিয়ে যেতে পারেননি। ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু-পোখারার এসএ গেমসে ২.১৬ মিটার লাফিয়ে রূপা পেয়েছিলেন তিনি। জাতীয় অ্যাথলেটিঙে হাই জাম্পে রেকর্ড গড়া উম্মে হাফসা রুমকী পারেননি নিজের সেরাকে ছাপিয়ে যেতে। বাছাইয়ের ‘এ’ নম্বর গ্রুপে ১.৬৬ মিটার লাফিয়ে ৯ জনের মধ্যে নবম হন তিনি। জাতীয় অ্যাথলেটিঙে ১ দশমিক ৭১ মিটার লাফিয়ে রেকর্ড গড়েছিলেন রুমকী।
২০০ মিটারে ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতির ছাপ রাখতে পারেননি রকিবুল হাসান। ২২.৪৬ সেকেন্ড সময় নিয়ে ৫৭ প্রতিযোগীর মধ্যে ৪৯তম হয়েছেন তিনি।
টেবিল টেনিসে শুরুর সাফল্যের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পুরুষ এককে রিফাত সাব্বির ৪-০ সেটে হেরেছেন ঘানার ডেরেক আব্রেফার কাছে, মুহতাসিন হৃদয় ৪-১ সেটে হেরেছেন পাকিস্তানের ফাহাদ খাজার কাছে, একই ব্যবধানে তিনি হেরেছেন গায়ানার ক্রিস্টোফার ফ্র্যাঙ্কলিনের কাছেও।

পূর্ববর্তী নিবন্ধকবে মুক্তি পাবে ‘জোকার টু’?
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স লিগেও অফসাইড প্রযুক্তি