শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট ভিত্তিক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন্থে এবার সেরা নেতৃত্বের সম্মাননা পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষায় উৎকর্ষ সাধনের ফলপ্রসূ উদ্যোগ হলো ‘শিক্ষক বাতায়ন’। এর মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য শিক্ষকের তৈরি ডিজিটাল কনটেন্ট অনলাইনে আদান-প্রদান, বিষয়ভিত্তিক কনটেন্ট সংরক্ষরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপি ও ইউএসএইডের অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে ওয়েবসাইটটি চালু হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।