আমার দেশের রূপের কথা হয় না বলে শেষ
এই দুনিয়ার সেরার সেরা সোনার বাংলাদেশ।
ছয়টি ঋতুর রূপের যাদু কোথায় পাবে ভাই
পলি মাটির এমন সবুজ আর কোথায়ও নাই।
গ্রীষ্ম বর্ষা শরৎ শীতে কত্ত রকম সাজ
হেমন্ত আর বসন্তে কী দারুণ কারুকাজ!
পাহাড় নদী বন–বনানী সবুজ দিয়ে ভরা
দেশটি আমার মায়ার খনি লাবণ্যে অপসরা।