সেরা গোলরক্ষক এমি, সেরা খেলোয়াড় হামেস, গোল্ডেন বুট লাউতারোর

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

টুর্নামেন্টের ফাইনালে গোল করে লাউতারো মার্টিনেজ আদায় করেন নিজের ৫ম গোল। আর এরই সুবাদে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পুরস্কার নিজের করে নেন এই স্ট্রাইকার। ইতালিয়ান সিরিআর পর এবার কোপা আমেরিকাতেও হলেন সর্বোচ্চ গোলদাতা। গোল্ডেন গ্লাভস বা সেরা গোলরক্ষকের পুরস্কার গিয়েছে এমিলিয়ানো মার্তিনেজের হাতে। আসরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জিতিয়েছেন টাইব্রেকার। ফাইনালে চাপের মুখে দিয়েছেন একের পর এক সেইভ। পুরো আসর মিলিয়ে কোয়ার্টার ফাইনালে কেবল এক ম্যাচেই গোল হজম করেছেন তিনি। এর আগে গত কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও তিনিই ছিলেন সেরা গোলরক্ষক। তবে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার যায়নি আর্জেন্টাইনদের কাছে। পেয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। আসরে ৬ অ্যাসিস্ট করেছেন। ভেঙেছেন লিওনেল মেসির এক আসরে ৫ অ্যাসিস্ট করার রেকর্ড। করেছেন ১ গোলও। নেস্টর লরেঞ্জোর অধীনে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন ৩৩ বছরের এই অ্যাটাকার। দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ২য় বিভাগ ক্রিকেট লিগে পাথরঘাটা দুর্বারের জয়
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু