সেরা ক্রীড়াবিদ সাবিনা, তাসকিন ও জিয়ারুল

শেখ কামাল পুরস্কার

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পাচ্ছেন তিন জননারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। কাল শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ ক্যাটাগরিতে আছে তরুণ টেবিল টেনিস তারকা মুহতাসিন আহমেদ হৃদয়। ক্রীড়া সংগঠকের স্বীকৃতি পাচ্ছেন তিন জন; তৃণমূল পর্যায়ে সাঁতার নিয়ে কাজ করা আমিরুল ইসলাম, নারী পুটবল নিয়ে কাজ করা মালা রানী সরকার ও ফজলুল ইসলাম। ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা হিসেবে সেরার স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এছাড়া ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর ক্যাটাগরিতে মনোনীত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। ক্রীড়া সাংবাদিক খন্দকার তারেক মো. নুরুল্লাহ, ক্রীড়া ধারাভাষ্যকার আতাহার আলী খানও পাচ্ছেন এই পুরষ্কার। আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে হকির সাবেক তারকা আবদুস সাদেককে।

পূর্ববর্তী নিবন্ধকলম্বিয়াকে হারিয়ে নকআউট পর্বে মরক্কোর মেয়েরা
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সমাপনী আজ