সেরা করদাতা মাহমুদউল্লাহ-তামিম ও সৌম্য সরকার

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

এবার খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন মাহমুদউল্লাহ। এছাড়া এই ক্যাটাগরিতে রয়েছে তামিম ইকবাল খান ও সৌম্য সরকারের নাম। বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকার গেজেট প্রকাশ করেছে। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ সংশোধিত অনুযায়ী সমপ্রতি ২০২০-২০২১ কর বছরে ব্যক্তিপর্যায়ে ৭৫, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে এনবিআর।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীর কাছে চট্টগ্রামের হার
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব