এবার খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন মাহমুদউল্লাহ। এছাড়া এই ক্যাটাগরিতে রয়েছে তামিম ইকবাল খান ও সৌম্য সরকারের নাম। বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকার গেজেট প্রকাশ করেছে। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ সংশোধিত অনুযায়ী সমপ্রতি ২০২০-২০২১ কর বছরে ব্যক্তিপর্যায়ে ৭৫, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে এনবিআর।