সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো ইমরানকে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:৩৫ পূর্বাহ্ণ

গত বৃহষ্পতিবার ক্যারিয়ারের সেরা টাইমিং করে ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি সময় নিয়েছিলেন ১০.২৫ সেকেন্ড। তার এই টাইমিং সবার মনে আশা জাগিয়েছিল। প্রত্যাশা ছিল আর একটু ভালো করলেই সেমিফাইনালের পার হয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কেউ ফাইনালে খেলার ইতিহাস গড়বেন। কিন্তু হলো না। গতকাল শুক্রবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে নিজের সেরাটাও দিতে পারলেন না লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। সবাইকে হতাশ করে তিনি সেমিফাইনালে দৌড় শেষ করেছেন ১০.৪০ সেকেন্ডে। তিন নম্বর হিটে ইমরানুর আটজনের মধ্যে হয়েছেন পঞ্চম। অথচ আগের দিনের টাইমিং এর ছেয়ে একটু সময় বেশি নিলেও তিনি ফাইনালে উঠতে পারতেন। সেমিফাইনালে ২৪ জন অ্যাথলেট তিনটি হিটে অংশ নিয়েছেন। সেরা আটজন দৌড়াবেন পদকের লড়াইয়ে। এই ইভেন্টে অষ্টম হয়ে যে ফাইনালে উঠেছেন তার টাইমিং ১০.৩৮ সেকেন্ড। মাত্র ০০.০২ সেকেন্ডের জন্য ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না ইমরানুরের। ৮০ মিটার পর্যন্ত ইমরানুর ভালো অবস্থানে ছিলেন। তারপরই হঠাৎ ছন্দপতন হয়। তা না হলে তিনি নিজের হিটে এক বা দুইয়ের মধ্যে থেকেই দৌড় শেষ করতে পারতেন। ৮০ মিটারের পর হঠাৎ হোঁচট খাওয়ার মত হয়েছিল ইমরানের। তারপর থেকেই তার গতি কমে যায়।

পূর্ববর্তী নিবন্ধপরের রাউন্ডে বিজিসি ট্রাস্ট, ইসলামী, সাদার্ন এবং চুয়েট
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ সিরিজে সমতা ফেরাল টাইগার যুবারা