ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগের সেমিফাইনালে উঠেছে শিকলবাহা স্পোর্টস একাডেমি এবং কে.এম স্পোর্টিং ক্লাব। গতকাল বুধবার দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত লিগের ৩য় কোয়ার্টার ফাইনাল খেলায় শিকলবাহা স্পোর্টস একাডেমি ১-০ গোলে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে তৃতীয় দল হিসেবে সেমি-ফাইনালে উঠে যায়। বিজয়ী দলের পক্ষে খেলার ২১ মিনিটের সময় একমাত্র গোলটি করেন মো. সাগর।
এ খেলা পরিচালনা করেন রতন কান্তি দাশগুপ্ত, সহকারি ছিলেন মো. ওয়াহিদুল আলম, দেলোয়ার হোসেন ও রাব্বী। গতকাল তৃতীয় এই কোয়ার্টার ফাইনাল খেলা শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সংস্থার ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান শামীম আজাদ খোকন। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ, এম.এ মুছা বাবলু, মাহবুব উল আলম মুকুল এবং জহির উদ্দিন।
একই মাঠে লিগের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় কে.এম স্পোর্টিং ক্লাব ১-০ গোলে নিমতলা এভারগ্রীণ ক্লাবকে পরাজিত করে চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে খেলার ৪৯ মিনিটের সময় একমাত্র গোলটি করেন ইরফাতুর রহমান। খেলা পরিচালনা করেন রতন কান্তি দাশ গুপ্ত। সহকারী ছিলেন বিটু বড়ুয়া, আব্দুল কাদের, মো. দেলোয়ার হোসেন ভোলা। চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদ আহমেদ। এই সময়ে উপস্থিত হন নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির,ফুটবল কমিটির সদস্য নাছির প্রমুখ।