সেমিফাইনালে রাঙ্গুনিয়া ও মাটিরাঙ্গা কলেজ

চট্টগ্রাম বিভাগীয় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে রাঙ্গুনিয়া কলেজ ও মাটিরাঙ্গা কলেজ। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪টি ম্যাচের মধ্যে সকালে ২টি কোয়ার্টার ফাইনালের প্রথমটিতে রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম ৪১ গোলে শহীদ স্মৃতি সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে। অন্য খেলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ, খাগড়াছড়ি ২১ গোলে কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ, কুমিল্লাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। তাছাড়া দুপুরে অনুষ্ঠিত ১ম রাউন্ডের ১ম ম্যাচে পানছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়িরুমা সাঙ্গু সরকারি কলেজ, বান্দরবানের বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে। দ্বিতীয় ম্যাচে শরিফউল্ল্যা হাই স্কুল এন্ড কলেজ, চাঁদপুর ২০ গোলে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে ২য় রাউন্ডে উঠেছে। আজ ২১ ডিসেম্বর রোববার সকালে ও দুপুরে দ্বিতীয় রাউন্ডের মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে আছেন মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধএকাদশে ফিরে বিবর্ণ সাকিব