সেমিফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে হংকংকে ৬৮ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে হংকংকে ২০ ওভারে ১৬১ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৯২ রানেই গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর দলের হাল ধরেন ওপেনার ওমাইর ইউসুফ ও অধিনায়ক কাসিম আকরাম। ২৭ রানের জুটি করে দলের ব্যাটিং বিপর্যয় কিছুটা কাটিয়ে তুলেন এই দুই ব্যাটার। ৯ম ওভারে আনাস খানের শিকার হয়ে সাজঘরে ফিরেন দুজনই। ২১ বলে ২১ রান করে বোল্ড হন ইউসুফ। আকরাম করেন ১৬ বলে ১২ রান। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও নিজেদের সামর্থ্য দেখিয়েছেন নিচের দিকের ব্যাটাররা। আসিফ আলি ২১ বলে ২৫ আর আরাফাত মিনহাজ ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন। তারপরও ১২৬ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখান থেকে বলতে গেলে একাই দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন আমের জামাল। শেষ ওভারে লোয়ার অর্ডার এই ব্যাটারের তান্ডবে ২৬ রান যোগ হয় পাকিস্তানের স্কোরবোর্ডে। ১৬ বলে ৪১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ১ বল বাকি থাকতে সাজঘরে ফিরেন এই অলরাউন্ডার। পুরো ২০ ওভার খেলে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি হংকংয়ের। ৬ বল খেলে ০ রানে আউট হয়ে যান ওপেনার মোহাম্মদ খান। দলীয় ২৯ রানে আরেক ওপেনার নিজাকত খানও ফেরত যান সাজঘরে। এরপর ২৫ রানের জুটি করে দলকে কিছুটা স্বস্তি দেন বাবর হায়াত ও শিব মাথুর। ইনিংসের ৯ম ওভারে ২৭ বলে ২৯ রান করে খুশদিল শাহর বলে বোল্ড হন বাবর হায়াত। পরের ওভারেই সুফিয়ান মুকিমের বলে আসিফ আলির হাতে তালুবন্দী হন ১৬ বলে ১০ রান করা মাথুর । শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৯২ রানেই অলআউট হয়ে যায় হংকং।

পূর্ববর্তী নিবন্ধলড়াই করে হারলো বক্সার সেলিম
পরবর্তী নিবন্ধখাবার বিক্রেতা থেকে বিশ্ব সেরা পেসার