সেমিফাইনালে উপজেলা খেলোয়াড় সমিতি

হাটহাজারী উপজেলা ফুটবল লিগ

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উপজেলা ফুটবল লিগে প্রথম দল হিসেবে খেলোয়াড় সমিতি সেমিফাইনালে উন্নীত হয়েছে । গতকাল মঙ্গলবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় হাটহাজারী খেলোয়াড় সমিতি ১০ গোলে নাজিরহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। হাটহাজারী খেলোয়াড় সমিতির রানা খেলার ১২ মিনিটের সময় দূরপাল্লার শটে খেলার একমাত্র গোলটি করে। পক্ষান্তরে এক গোলে পিছিয়ে পড়ে নাজিরহাট ফুটবল একাডেমি গোল করার একাধিক সুযোগ পেলেও খেলোয়াড় সমিতির গোলরক্ষক এরশাদ এবং রক্ষণভাগের দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হয় । অন্যদিকে হাটহাজারী খেলোয়াড় সমিতির ষ্টাইকার জমির এবং সাইমনের ২ টি নিশ্চিত গোল নাজিরহাট ফুটবল একাডেমির গোলরক্ষক হিরো ঠেকিয়ে দেয়। হাটহাজারী খেলোয়াড় সমিতির জমির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন হাটহাজারী উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব শাহ ই জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ, মুজিবুল আলম চৌধুরী, আব্দুল মান্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, সামির রহমান, যুব উন্নয়ন অফিসার সহকারী শরীফ শরীফ হোসেন, আসরাফুল হোসেন রকি, খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম রিয়াজ, সাধারণ সম্পাদক সোহেল ছিদ্দিক, চেয়ারম্যান সাহাদাত হোসেন, নাজিরহাট ফুটবল একাডেমির রহমত উল্লাহ, সাফায়েতুল ইসলাম সাবিল, এমরান। আজ বুধবারের খেলায় মির্জাপুর মিতালী ও কুয়াইশ স্পায়ার পরষ্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধপর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল রোনালদো পুত্র
পরবর্তী নিবন্ধজুনের শুরুতে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার আশা তাসকিনের