সেমিফাইনালে আর জি,শোভনীয়া আকুবদন্ডী ও বড়উঠান

অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপের সেমিফাইনালে উঠেছে আর জি ফুটবল একাডেমি, মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি, আকুবদন্ডী ফুটবল একাডেমি ও বড়উঠান ফুটবল একাডেমি। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত দিনের ১ম কোয়ার্টার ফাইনালে আর জি ফুটবল একাডেমি ১০ গোলে আনোয়ারা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নাহিদুল ইসলাম গোল করে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ১০ গোলে সন্দ্বীপ ফুটবল একাডেমিকে পরাজিত করে। শোভনীয়ার পক্ষে মোহাম্মদ মুসা গোল করে। দুপুরে অনুষ্ঠিত ৩য় কোয়ার্টার ফাইনালে আকুবদন্ডী ফুটবল একাডেমি টাইব্রেকারে ৬৫ গোলে হাটহাজারী ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১ ১ গোলে ড্র ছিল। ম্যাচে আকুবদন্ডীর পক্ষে রিফাজুল আলম ও হাটহাজারীর পক্ষে সোয়াইফ তালহা গোল করে। শেষ ও ৪র্থ কোয়ার্টার ফাইনালে বড়উঠান ফুটবল একাডেমি ২১ গোলে ডায়নামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করে মো. আরাফাত হোসেন ও সানজিদ আহমদ খান। বিজিত দলের হয়ে মোরশেদুল আলম গোল করে। গতকাল ৪র্থ কোয়ার্টার ফাইনালে খেলা শুরুর পূর্বে সিজেকেএস এর সাবেক মাঠ কর্মী রফিক মিয়া ও সাগরিকা স্টেডিয়ামের ডেপুটি কিউরেটর মো. আব্দুল খালেকের ইন্তেকালে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠে উপস্থিত কর্মকর্তা ও খেলোয়াড়রা ১ মিনিট নিরবতা পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির সুবিধায় ভারত হারালো বাংলাদেশকে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে হারিয়ে চূড়ায় রাজশাহী