চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ রাসেল এনএইচটি হোল্ডিংস একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়েছে ঐতিহ্যবাহী আবদুস সোবহান ফুটবল দল। গতকাল শনিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গ’ গ্রুপের খেলায় আবদুস সোবহান ফুটবল দল ৩–০ গোলে একরাম ফুটবল একাডেমিকে পরাজিত করে। এর আগে নিজেদের প্রথম খেলায় তারা হারিয়েছিল পটিয়া ফুটবল একাডেমিকে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আবদুস সোবহান ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার সুযোগ করে নিল।

গতকাল খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১–০ গোলে এগিয়েছিল। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমন করে খেলে। ২৪ মিনিটের সময় ফ্রি কিক পায় আবদুস সোবহান ফুটবল দল। বঙের বেশ বাইরে থেকে ডান প্রান্ত দিয়ে ফ্রি কিক নেয় মো. রিফাত। তার শট গোল কিপারের মাথার উপর দিয়ে জালে প্রবেশ করে। আবদুস সোবহান ফুটবল দল এগিয়ে যায় ১–০ গোলে। এরপর দু’দলই বেশ কিছু সহজ সুযোগ পায়। কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হয় আক্রমণ ভাগের খেলোয়াড়রা। একগোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবদুস সোবহান ফুটবল দল প্রতিপক্ষ একরাম ফুটবল একাডেমির প্রান্তে বল রাখতে সমর্থ হয়। আধিপত্য বিস্তার করে এ অর্ধে তারা দুটি গোলও আদায় করে নেয়। ৫১ মিনিটে সিফাতুল ইসলাম বঙে ঢুকে যায় এবং তা থেকে গোল করে (২–০)। ৫৭ মিনিটে পুনরায় আক্রমনে উঠে আবদুস সোবহান ফুটবল দল। বঙের ভেতরে ঢুকে যাওয়া সিফাতুল বাঁ পায়ের টোকায় আবারো গোল করে দলকে ৩–০ গোলে এগিয়ে রাখে। এ অর্ধে খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি একরাম ফুটবল একাডেমি। খেলার বাকি সময় আর কোন গোল হয়নি। ফলে তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবদুস সোবহান ফুটবল দল।
খেলা শেষে আবদুস সোবহান ফুটবল দলের খেলোয়াড় দুই গোল পাওয়া সিফাতুল ইসলামের হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন সিডিএফএর যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ। আজকের খেলা : শিকলবাহা ফুটবল একাডেমি বনাম কালারপোল ফুটবল একাডেমি বিকাল: ৪.৩০টা। এম এ আজিজ স্টেডিয়াম।












