বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসনের উদ্যোগে ‘ক্যারিয়ার প্রসপেক্টস ফর বিজনেস গ্র্যাজুয়েটস ইন মডার্ন করপোরেট ওয়াল্ড, ফোকাস অন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক অনলাইন সেমিনার ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন শেঠ গ্রুপের ডেপুটি ম্যানিজিং ডিরেক্টর মোহাম্মদ রোশাংগীর। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সোমা দে। এতে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, প্রতিযোগিতাশীল এ বিশ্বে নিজেকে দক্ষ একজন পেশাজীবী হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে সেই বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করতে হবে। আজকের এই সেমিনার থেকে লব্ধ জ্ঞান ভবিষ্যত কর্মজীবনে প্রয়োগ করলে নিশ্চয় তোমরা উপকৃত হবে। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নওরীন আফরীন। প্রেস বিজ্ঞপ্তি।