সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৭ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্স আপ হওয়া বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার শ্রীলংকাকে ৫১ গোলে হারায় পাকিস্তান। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা। এই গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ২১ গোলে জিতেছে নেপাল। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্স আপ হয়ে সেরা চারে উঠেছে দলটি। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কোনো ম্যাচ জিততে পারেনি গ্রুপ পর্বে। ভারতের বিপক্ষে ১০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরুর পর মালদ্বীপের বিপক্ষে ১১ ড্র করেছিল সাইফুল বারী টিটুর দল। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মালদ্বীপ ৩০ ব্যবধানে হারায় গোল পার্থক্যে সেমিফাইনালে খেলার সুযোগ মেলে বাংলাদেশের সামনে। আগামীকাল শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধগত ১৬ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে
পরবর্তী নিবন্ধচান্দিমালের সেঞ্চুরি কামিন্দুর বিশ্বরেকর্ডে প্রথম দিন শ্রীলংকার