সেমিতে বঙ্গবন্ধু স্পোর্টিং ও পারভেজ স্মৃতি সংঘ

মুজিববর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:৪৮ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিববর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব এবং পারভেজ স্মৃতি সংঘ। গতকাল কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ১ উইকেটে শতাব্দী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে শতাব্দী ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ১৯.৫ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায়। বিজয়ী দলের ওবায়েদ ৬ বলে ১৪ রান এবং ৪ ওভার বল করে ৩৬ রানে ৪ উইকেট নেয়ার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের পরিচালক কামরুল হাসান চৌধুরী। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পারভেজ স্মৃতি সংঘ ১০৩ রানের বিশাল ব্যবধানে আফতাব আহমদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে পারভেজ স্মৃতি সংঘ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে। জবাবে আফতাব আহমদ ক্রিকেট একাডেমি ১৮.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সক্ষম হয়। বিজয়ী দলের সজিব ২৭ বলে ৮৪ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপক জাহাঙ্গীর জমিল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধমুজিব শতবর্ষ চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান