চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্টের শেষ চারে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে চকবাজার স্পোর্টিং ক্লাব। এর আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিল মর্নিং ফিটনেস জোন। গতকাল তারা গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে। ‘খ’ গ্রুপে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় মর্নিং ফিটনেস জোন ২-১ গোলে ভোরের সাথীকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোজাম্মেল এবং মহিউদ্দিন ১টি করে গোল করেন। ভোরের সাথীর পক্ষে ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন মানস। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মর্নিং ফিটনেস জোনের মো. ইব্রাহিম। তার হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বিজিএমইএ এর সাবেক পরিচালক সাইফুল্লাহ্্ মনসুর। দিনের দ্বিতীয় খেলায় চকবাজার স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে চান্দগাঁও খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। এ জয়ে তারা ‘খ’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের বশর ২টি এবং আবদুস সবুর ১টি গোল করেন। বশর সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে ক্রেষ্ট তুলে দেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর।
আগামী ৪ নভেম্বর বিকাল ৩.৩০টায় প্রথম সেমিফাইনালে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম মাস্টার্স ক্লাব খেলবে ‘খ’ গ্রুপ রানার্স আপ চকবাজার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ৫ নভেম্বর বিকাল ৩.৩০টায় ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন মর্নিং ফিটনেস জোন খেলবে ‘ক’ গ্রুপ রানার্স আপ সিএস স্পোর্টসের সাথে। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।