লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের লিও লায়ন ফেলোশিপ মিটিংয়ে লায়ন প্রেসিডেন্ট আবদুর রব শাহীন বলেছেন, সেবা কার্যক্রম আরো বেগবান করতে হবে। গতকাল শুক্রবার ক্লাবের নিয়মিত সার্ভিস ডে উপলক্ষে লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে ফেলোশিপ, লিও ওরিয়েন্টেশন ও লিডারশীপ সিম্পোজিয়াম এবং ফ্রি ফ্রাইডে মেডিকেল ক্যাম্প লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও শাহরিয়ার কবিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন আবদুর রব শাহীন। লিও ওরিয়েন্টেশন ও লিডারশীপ সিম্পোজিয়ামে লিও সদস্যদের ‘ট্রেনের বগি নয়, বরং নিজেদেরকে এক একটা ইঞ্জিন’ হিসেবে তৈরি হবার পরামর্শ দেন বক্তারা।
জ্যেষ্ঠ আলোচক ছিলেন ফার্স্ট ডিজি এডভাইজার ও লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন সিলভাস্টার বার্নাডেট। বক্তব্য দেন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিওন চেয়ারপার্সন ও প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন তপন কান্তি দত্ত, জোন চেয়ারপার্সন ও প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন সাধন কুমার ধর, ক্লাব সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন মহাদেব ঘোষ, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও শাহরিয়ার কবির, ডিরেক্টর আবদুল্লাহ আলী হাসান, ভাইস প্রেসিডেন্ট লিও মুনতাসীর, লিও তাসফিয়া, লিও সাকিলুর, লিও তারিন, লিও জুয়েল, লিও মাহমুদুন নবী, লিও জাহেদ, লিও আনান, লিও ইনতিজার। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ডিরেক্টর লিটন কান্তি দত্তের সহধর্মিণী মালতি রাণী দত্ত এবং লায়ন আবু নাসেরের স্ত্রী দিলারা বেগমের মৃত্যুতে শোকজ্ঞাপন ও দোয়া অনুষ্ঠিত হয়। সার্ভিস ডে উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ, শিক্ষাসামগ্রী ক্রয়ে সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।