সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে

রিভার শাইন রোটারী ক্লাবের অনুষ্ঠানে গভর্নর

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগাং রিভার শাইনের ডিস্ট্রিক্ট গভর্নর ভিজিট গত ১৯ নভেম্বর স্থানীয় একটি হোটেলে ক্লাব সভাপতি রোটারিয়ান কাজী মোহাম্মদ আশেকে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রিভার শাইন পরিবারের সদস্য প্রয়াত ক্যাপ্টেন মতিউল ইসলামের রুহের মাগফেরাতের কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী ক্লাবের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে ক্লাবের প্রশংসা করেন। তিনি রোটারীর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সকল রোটারিয়ানদের প্রতি আহবান জানান। উক্ত গভর্নর ভিজিটে ডিজিই রুহেলা খান চৌধুরী ও ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় তিনজন নতুন রোটারী সদস্য ডাক্তার মনোয়ারুল হক, ডা. রাহাত খান ও শামীম আরা লুসিকে রোটারী পিন পরিয়ে রোটারী পরিবারে সদস্যভুক্ত করেন ডিস্ট্রিক্ট গভর্ণর। এছাড়াও রিভার শাইন ক্লাব পরিচালিত স্কুল বর্ণছড়ার ছাত্র ছাত্রীদের মধ্যে তিনি উপহার সামগ্রী প্রদান ও শি দ্যা চেঞ্জ মেকার শ্লোগানে ১০০জন নারীকে স্বনির্ভর করার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। সভায় অন্যান্যের মধ্যে ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি মুনমুন আফরোজ, রোটারিয়ান জিয়া উদ্দিন চৌধুরী, রোটারয়িান সামিনা ইসলাম, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান মর্তুজা বেগম, রোটারিয়ান ডা. এম. এ করিম, রোটারিয়ান তাসনিম আবেদীন, রোটরিয়ান আজিজুল হক, রোটারিয়ান ডা. কামরুল, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মেজবাহ উর রহমান, রোটারয়িান ড. মোহিত উল আলম রোটারিয়ান ক্যাপ্টেন. সালাউদ্দিন, রোটারিয়ান তাজকিয়া জহুর, রোটারিয়ান সরকার মামুন, রোটারিয়ান মো. হেলাল উদ্দিন, রোটারিয়ান শামীমা খান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। সভাপতি তাঁর বক্তব্যে ক্লাবের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স জেলার সিলভার জুবিলি উদযাপন কমিটির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে কিশোর ও যুবগ্যাং প্রতিরোধে পথসভা