সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করুন

বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে সুজন

| সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৯:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের সঙ্গে কর্পোরেশনের বিভাগীয় প্রধানদের এক সভা গতকাল রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কর্পোরেশনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা হয়। এসময় প্রশাসক বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে বলেন, কর্পোরেশনের প্রধানতম নাগরিকসেবা কার্যক্রম হল আলোকায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম। ভাঙাচোরা রাস্তাঘাট সমূহ পেচওয়াকের মাধ্যমে মেরামত করে জন ও যান চলাচলের উপযোগী রাখার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। এসব নাগরিক সেবার কার্যক্রম গতিশীল থাকলে নগরবাসী কর্পোরেশনের উপর আস্থাশীল হবে। কর্পোরেশন যেহেতু পৌর করের উপর তার সার্বিক কার্যক্রম পরিচালনা করে, তাই নগরবাসীর কাছে এর জবাবদিহিতা রয়েছে। কারণ নগরের সেবা সংস্থা সমূহের মধ্যে সিটি কর্পোরেশনই একমাত্র নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়। কাজেই কর্পোরেশনের কর্মকর্তাগণ দায়িত্ব পালনে আন্তরিক হবেন এটাই আমার প্রত্যাশা। এসময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহম্মেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চসিক জোন-৬ এর আঞ্চলিক প্রধান নির্বাহী আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধবিসিআইসি’র চেয়ারম্যান পদে এহছানে এলাহীর যোগদান