সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের রাজনীতিই টেকসই হবে

মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশে নজরুল ইসলাম

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:৩২ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন, ৩৬ জুলাই বিপ্লব সচেতনতা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ট্যাগিং রাজনীতি, একাত্তরের চেতনার নামে বিভেদের রাজনীতি, জোরজবরদস্তি ও ভোগ দখলের রাজনীতি, পরিবারতন্ত্র ও অতীত ইমেজ দিয়ে বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি, অনৈতিকভাবে প্রতিপক্ষকে কোনঠাসা করে দেয়ার নোংরা রাজনীতি বাংলাদেশের মানুষ আর অন্ধভাবে মেনে নেবে না। দায় চাপানোর রাজনীতির পরিবর্তে সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের রাজনীতিই টেকসই হবে।

গতকাল শুক্রবার চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর মহানগরীর নেতা অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, ডা. মুহাম্মদ আবু নাছের ও মুহাম্মদ শফিউল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর চকপেনসিল ইংলিশ স্কুলে গল্প আহরণ প্রতিযোগিতার ৭ম অধিবেশন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশ ও মিছিল