সেবার ব্রত নিয়ে এগিয়ে আসাই প্রকৃত সেবা

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা গভর্নর

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

আর্ত-মানবতার তরে সেবার ব্রত নিয়ে এগিয়ে আসাই প্রকৃত সেবা। লায়ন্স ক্লাব অব চিটাগংয়সহ পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লায়ন ও লিও বরাবরের মতো মহামারি করোনার মতো বৈশ্বিক সংকটকালেও প্রকৃত সেবা কার্যক্রমে অগ্রদূত হিসেবে এগিয়ে এসেছেন। গতকাল শনিবার চিটাগং সিনিয়র’স ক্লাবে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর, গভর্নর টিমের সংবর্ধনা, নিয়মিত মাসিক সভা ও সেবা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫বি৪ এর নব-নির্বাচিত গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এসব কথা বলেন। ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদ্যপ্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন মোস্তাক হোসেন, চিটাগং লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন এম নাসির উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন, ক্লাবের সদস্য ও দৈনিক আজাদী সম্পাদক পিজিডি লায়ন এম এ মালেক, পিজিডি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, পিজিডি লায়ন এম মঞ্জুর আলম মঞ্জু, পিজিডি লায়ন কামরুন মালেক, জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, গ্লোবাল অ্যাকশন টিম সদস্য এলসিএফ কো-অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন এম ওসমান গণি, জিএমটি কো-অলায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা।
সংবর্ধনার জবাবে ‘মানবতার তরে সেবা’ কল নিয়ে নবনিযুক্ত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, বাংলাদেশে লায়নিজমের পথিকৃৎ ও প্রথম লায়ন্স ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সুবিস্তৃত সেবা কার্যক্রম নিয়ে প্রশংসার দাবি রাখে। বিশেষ অতিথির বক্তব্যে লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রতিষ্ঠাতা লায়ন এম আর সিদ্দিকীর চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের পথ ধরে বিশ্বজুড়ে ‘লায়ন্স ক্লাবস ফাউন্ডেশন’- এলসিএফ এর কার্যক্রম শুরু হয়। এ ক্লাব শুধু বাংলাদেশ নয় বরং পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা লায়ন্স ক্লাবসমূহের জন্যও অনুপ্রেরণা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স সার্ভিস কমপ্লেঙের চেয়ারম্যান লায়ন গোপাল ভট্টাচার্য, গভর্নর এডভাইজার লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন নুরুল আলম সিজল, রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন তপন কান্তি দত্ত, লায়ন আবু তাহের খান, লায়ন রাজিব সিনহা, রিজিয়ন চেয়ারপারসন লায়ন তারেক কামাল, লায়ন কোহিনূর কামাল, জোন চেয়ারপারসন লায়ন হাসান আকবর, সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবু নাসের রনি, প্রাক্তন সভাপতি লায়ন এস কে পালিত, লায়ন সাধন কুমার ধর, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন সোহেল খান, সেক্রেটারি লায়ন বি কে লালা, ট্রেজারার রেবেকা নাসরিন, সদ্যপ্রাক্তন সেক্রেটারি লায়ন শহীদুল ইসলাম টিটু, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন শামসুল হক সরকার, লায়ন নাজমুশ শাকের, লায়ন অনুপম মজুমদার, লিও ক্লাব অব চিটাগংয়ের ডিরেক্টর লিও রাহুল লালা, লিও ক্লাব সেক্রেটারি লিও শাহাদাত হোসেন সাইফ, মেম্বারশীপ সেক্রেটারি লিও আহসানুল ইসলাম শিকদার, সার্ভিস চেয়ারম্যান লিও রানা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশ যেতে পারবেন না খালেদা!
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা