সেবাকর্ম কখনো বিফলে যায় না

মনিরাজের উপহার বিতরণকালে বক্তারা

| শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫৫ পূর্বাহ্ণ

মনিরাজ ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম বৌদ্ধ বিহার মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মনিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিয়রঞ্জন বড়ুয়া। সপু বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন চারুউত্তম বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, বিকাশ বড়ুয়া, ডা. রাজীব বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, রাজস্ব বড়ুয়া, বাবলু বড়ুয়া, শ্বাশতি বড়ুয়া তন্বী, স্বপ্নিল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবা কর্ম কখনো বিফলে যায় না। যারা এ কর্ম করে তারা মানুষের অন্তরে আজীবন বেঁচে থাকবেন। বক্তারা, মনিরাজ ফাউন্ডেশন বিগত দিনের মতো আগামীতেও কল্যাণ মূলক কাজে ব্রত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ব্যাচ-৯৩ এর মিলনমেলা
পরবর্তী নিবন্ধইউরোপিয়ন ক্লাবে জাদুঘর প্রতিষ্ঠার দাবি