সেফটি ট্যাংকে নেমে দুই সহোদরের মৃত্যু, বাবা হাসপাতালে

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বানের পানিতে ভাসছে পুরো এলাকা। এই সময়ে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় দম বন্ধ হয়ে একসঙ্গে দুই সহোদরের মৃত্যু হয়েছে। উপজেলার ভেওলামানিকচর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। এ সময় তাদের বাবাও গুরুতর অসুস্থ হন। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারা যাওয়া দুই ভাই হলেন স্থানীয় আনোয়ার হোসেনের পুত্র মো. শাহাদাত হোসেন (৫০) ও তার ছোট ভাই শহিদুল ইসলাম (২২)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার।

পূর্ববর্তী নিবন্ধআইস পাচার, কক্সবাজারে রোহিঙ্গার যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগে সেমিনার